আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ময়ন উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ওই ক্যাম্পেইনের আয়োজন করে ভাওয়াল এসোসিয়েশন ডেভলপমেন্ট অর্গানাইজেশন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস এম মাহবুব-উল-আলম রোগি দেখে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আবু সারোয়ার বকুল। ধাক্কামারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাক্কামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আওরঙ্গজেব, মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, মাহাবুবার রহমান দাখিল মাদ্রাসার সভাপতি শাহ আলম সোহেল ও ভাওয়াল এসোসিয়েশন ডেভলপমেন্ট অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন। ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভাওয়াল এসোসিয়েশন ডেভলপমেন্ট অর্গানাইজেশনের পরিদর্শক সুলতান মাহমুদ তুফান। দিনব্যাপী ওই ক্যাম্পেইনে তিন শতাধিক রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ এবং পাঁচ শতাধিক ব্যক্তির রক্তের গ্রæপ নির্ণয় করা হয়। #