পঞ্চগড়ে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি || ৫:৩৯ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২০, ২০২৩
পঞ্চগড়ে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্কুল মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের পরিচালক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষা নিকেতনের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক মো. নাসিমুল হাসান ও প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. রাশেদুল আলম। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। #