ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি. || ৬:৫৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২০, ২০২৩

নাটোরে মহিলা দলের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস,রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রোখশানা বেগম টুকটুকি, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক এমপি ও সাবেক মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, এই অবৈধ ভোট চোর সরকারের আমাদের কোথাও দাঁড়াতে দেয়না। গুম,খুন হত্যা ধর্ষন লেগেই আছে এই সরকারের সময়ে। আমাদে ভাতের অধিকার নেই, আমাদের আইনের শাসন নেই, গনতন্ত্র নেই।এখন আমরা একত্রিত হয়েছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। আমরা ভোট দিতে চাই। নিরপেক্ষ সরকারের অধিনে আমরা ভোট দিতে চাই। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি ঘোষনা করা হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক