চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) আবুল কালাম শাহিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, রাজশাহী নিক্বন শিল্পীগোষ্ঠির বিশিষ্ট নৃত্যগুরু ও পরিচালক হাসিব পান্না।
আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো: ফারুকুর রহমান ফয়সল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ গোলাম ফারুক (মিথুন)।
আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি, সংগীত ও নৃত্য শিল্পীরা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *