নড়াইল সরকারী মহিলা কলেজে পিঠা উৎসব প্রতি যোগিতা ও সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মাঠ চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর শাহানার বেগম।
প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব ও প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্¥দ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি ডিসি পত্মি হোসনে আরা খানম রোজি, কলেজের শিক্ষক-কর্মচারী ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ভিন্নধর্মী এ আয়োজন আমাদের মুগ্ধ করেছে।
এখানে দেখলাম হারিয়ে যাওয়া পিঠাগুলো প্রতিযোগিতায় উপস্থাপন করা হয়েছে। নড়াইল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানের সভাপতি প্রফেসর শাহানার বেগম বলেন, আমাদের উদ্দ্যেশ্য ও প্রচেষ্টা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠা গুলো ফিরিয়ে আনা।
এখানে আমাদের কলেজের মেয়েরা প্রায় ১৫০ প্রকারের পিঠা বানিয়ে প্রতিযোগিতার স্টলে উপস্থাপন করেছে। আশা করি এটা দেখে সকলে শিক্ষা নিয়ে কাজে লাগাতে পারবেন।