ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি || ২:৪৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৮, ২০২৩

মাদককে না বলি ক্রীড়াকে হা বলি এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাডীতে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর আয়োজনে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে উদ্বোধন করা হয়।
ফুলবাড়ীর এক সময়ের ফুটবলার শহীদুজ্জামান বাবুর সন্তান বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভর অক্লান্ত পরিশ্রমে, ফুলবাঙী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর সভাপতি জনাব মুশফিকুর রহমান বাবুল এর নেতৃত্বে একেরপর এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি।
ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে, ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা রাজু কুমার গুপ্তা।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাডী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সদস্য মানিক সরকার, ফুলবাড়ী থানা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক নবরাজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আল আমিন বিন আমজাদ, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সদস্য বৃন্দ।
খেলা দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য দর্শক। অতিথিরা বক্তব্য বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই এভাবে খেলাধুলার চর্চা করতে হবে খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক