জামালপুরের মেলান্দহে নকল স্বর্নের বারসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পৌরসভার ফুলছেন্যা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রতারক রফিকুল উপজেলার কাংগালকুর্শা এলাকার মৃত আঃ আজিজের ছেলে। এ ঘটনায় মেলান্দহ থানায় প্রতারনা মামলা হয়েছে।
প্রচারনার শিকার ও মামলার বাদী সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলা মোড় থেকে মালঞ্চ যাওয়ার জন্য গাড়িতে উঠলে কিছক্ষন পর ২/৩ জন লোক গাড়িতে উঠে। গাড়িটি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সামনে গেলে প্রতারক রফিকুল ২টি স্বর্নের বার দেখিয়ে বাদীর কাছ থেকে ৫ হাজার ৫শত টাকা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশ পাশের লোকজন প্রতারক রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় আরও ২/৩ জন পালিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রতারনার অভিযোগে অভিযুক্ত প্রতারক রফিকুল ইসলামকে ২ টি নকল স্বর্নের বারসহ গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।