নীলফামারীর সৈয়দপুরে নব যোগদানকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সমিতি।
গত বৃহস্পতিবার বাঙ্গালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সভার আয়োজন করে সৈয়দপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতি।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.জাকির হোসেন সরকার। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাহফুজার রহমান।
বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান, নবযোগদানকৃত সহকারী শিক্ষক আজিজুল হাকীম,মোছা জিনিয়াসহ অনেকে। সভার শুরুতেই বিভিন্ন স্কুলে নব যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।