ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে সুফলভোগীদের সাথে অতিরিক্ত সচিবের মতবিনিময়

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৬:২১ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৭, ২০২৩

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের সাথে মতবিনিময়, মুল্যায়ন ও ভেড়ার খাদ্য বিতরন অনু্ষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন উপজেলার সুফলভোগীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. মারুফ হাসান, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ( ঢাকা) ড. অসীম কুমার দাস, মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ জেড এম ওয়াহিদুল আলম প্রমুখ।

মতবিনিময় শেষে ৭৬ জন সুফলভোগীর মাঝে ২৭ কেজি করে ভেড়ার খাদ্য বিতরন করেন অতিরিক্ত সচিব।

প্রসঙ্গত: ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ১১৮ টি গাভী ও ২৭৮ টি ভেড়া বিতরন করা হয়েছে। এছাড়াও ভেড়ার জন্য ৭ হাজার ৫০৬ কেজি খাদ্য, গাভীর জন্য ২৬ হাজার ৫৫০ কেজি খাদ্য, ভেড়া ও গাভীর জন্য ৩১৮ টি ঘর নির্মান সামগ্রী বিতরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক