নীলফামারীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৩:৪৮ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৭, ২০২৩
নীলফামারীর ডোমারে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
১৭ ফেব্রুয়ারি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের নন্দীপাড়ায় ভূট্টা ক্ষেতে লাশ পড়ে ছিল। ইউপি সদস্য অশনী কুমার রায় জানান, ভূট্টাক্ষেতে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ।
ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ উন নবী জানান,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে লাশের পরিচয় এখনও মেলেনি।
তদন্ত চলছে কিভাবে ক্ষুন হল যুবক। কারা হত্যা করে লাশ ফেলে গেল। ওই যুবকের বাসা কোথায় কেউ বলতে পারছে না।