নাটোরের সিংড়ায় দুই দিনব্যাপী আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প শুরু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে দেশের কোন তরুণ-তরুণী বেকার থাকবে না। যদি তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে এই সুযোগ নেয়।
তিনি আজ শুক্রবার নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে দুই দিনব্যাপী আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প এবং চাকরি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্পে ৯৫০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *