ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মপরিকল্পনা যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সাথে ইউনিয়ন ঝুঁকি নিরুপম কার্যক্রম এবং বন্যা পুর্বাভাস ভিত্তিক আগাম কর্মপরিকল্পনা যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মাশালা শুভ উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুঃতানভীর হাসান রুমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল।
উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সঞ্চালনায় কর্মশালায় ইসলামিক রিলিফ বাংলাদেশের
প্রতিনিধি সিনিয়র প্রজেক্ট অফিসার তাহসিন আজিজ ,ডি,আর,আর বিশেষজ্ঞ রেজাউল করিম,ও উপজেলা সহকারী কমিশনার ভুমি আশরাফ আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান
মাজেদ,ইসলামিক রিলিজ বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ, এসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার ইকরাম হোসেন ভূইয়া, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহআলম মন্ডলসহ উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, ইউনিয়ন পর্যায়ে সম্পাদিত জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণ এবং পুর্বাভাস ভিত্তিক আগাম পরিকল্পনা, উপজেলার পশ্চিমাঞ্চলের ৪টি ইউনিয়ন কুলকান্দি, নোয়াপাড়া,সাপধরী ও চিনাডুলী ইউনিয়নে ঝুঁকি তালিকা, বিপদাপন্ন পরিবারের ঝুঁকি কমানোর জন্য কি কি
আগাম প্রক্ষেপ নেওয়া প্রয়োজন তা পরিকল্পনা তৈরি করা হয় এবং উপজেলা পর্যায়ে তা উপস্থাপন করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *