সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ৯০ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করেন,জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ কুমার দাস, সহকারী পরিচালক ডাঃ তালুকদার,এম ও ক্লিনিক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার শীল,সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাঃ দেবাশীষ শর্মা প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, গ্রামের মানুষ যাতে দ্রæত সঠিক সময়ে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায় সেজন্য আজকে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করা হলো।আশা করি এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি এই এলাকার মানুষের উপকারে আসবে।