ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প: ৩শ রোগীকে স্বাস্হ্যসেবা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৫:০৯ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৬, ২০২৩

শ্রীমঙ্গল শহর থেকে ১২ কিলোমিটার দুরে আনন্দময়ী কালীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল ফারিয়া’র সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত হয়।

আজ বিকেল ৩ টায় আনন্দময়ী কালীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সিলেট বিভাগীয় স্বাস্হ্য পরিচালক ও শ্রীমঙ্গল বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দময়ী কালীবাড়ীর সভাপতি প্রফেসর নিখিল ভট্টাচার্য।

উপস্হিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (চর্ম রোগ বিশেষজ্ঞ) ডা. নির্ঝর ভট্টাচার্য শোভন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিকা পাল, ডা. শিউলী রানী দেব, ডা. সনি কুমার সাহা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও পুরুষসহ ৩০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয় এবং বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়।

প্রসঙ্গত: আনন্দময়ী কালীবাড়ীতে এবার পঞ্চমবারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত হলো। শ্রীমঙ্গল উপজেলা ফার্মাসিউটিকেল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দত্ত হাবু্লের নেতৃত্বে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা ও ঔষধ সরবরাহ করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com