যুদ্ধাপরাধীদের বিচার চলমান,রাজাকারদের তালিকা প্রক্রিয়াধীন : মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি রাজাকারদের তালিকা প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেদুয়ারি ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫২ বছর। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার গঠন করার পর যুদ্ধাপরাধীদের বিচার করেছে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী,অতিরিক্ত সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন,ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, উপজেলা ভাইসচেয়ারম্যন রফিকুল ইসলাম পিন্টু, ওসি কামাল হোসেন, শহীদ শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আক্তার হোসেন প্রমুখ। এসময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

এর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শহীদ শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, রাস্তাসহ বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *