সুদীপ্ত খন্দকার উৎসব মূখর পরিবেশে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৯৮ নং হোসেনপুর সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সকালে পবিত্র কোরআন তেলওয়াত গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রতিযোগীতায় ইউনিয়নের ২০ টি বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা মোট ৪২ টি ইভেন্টে অংশ গ্রহন করে। শিক্ষার্থীরা দৌড় বিস্কুট দৌড় অংকের দৌড় ভারসাম্যের দৌড় গোলক নিক্ষেপ কুইজ প্রতিযোগিতা সুন্দর হাতের লেখা উপস্থিত বক্তৃতা নৃত্য পরিবেশন সহ বিভিন্ন ইভেন্ট এ সানান্দে অংশ নেয়। অনুষ্ঠান উদবোধন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি ইফতেখারুজ্জামান ফাকের এ সময় ২০ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক গন এবং সুধীজন উপস্থিত ছিলেন। খয়েরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় দঃ হরিরামপুর সপ্রাবি এর সহকারী শিক্ষক মাহবুব রহমান ও মৌলভীর ডাঙ্গা সপ্রাবি শিক্ষক ইকবাল আহমেদ উত্তরা প্রভাতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম কবির সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনার আমিরুল মোমিনীন। পুরুস্কার বিতরণ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম ( অবঃ প্রধান শিক্ষক) সহ সভাপতি আওয়ামী লীগ উপজেলা কমিটি পার্বতীপুর।জনাব মোজাহিদুল ইসলাম সোহাগ চেয়ারম্যান ১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদ মোশাররফ হোসেন সদস্য আওয়ামী লীগ উপজেলা কমিটি মোঃ জুলফিকার আলি ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগ ১০ নং হরিরামপুর ইউনিয়ন। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য লিটন আহমেদ। বিভিন্ন ক্যাটাগরিতে বিচারক প্যানেলে ছিলেন মৌলভীর ডাঙ্গা সপ্রাবি প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান দলাইকোটা সপ্রাবি প্রধান শিক্ষক নাজনীন নাহার বেলঘাট সুলতান পুর সপ্রাবি প্রধান শিক্ষক ওবায়দুল হক শাহ আনন্দবাজার সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ ছাদেকুল ইসলাম খয়েরপুকুর সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ বোলাল হোসেন উত্তরা কমিউনিটি সপ্রাবি চদা প্র শিক্ষক হাফিজা বেগম হাজীপাড়া সপ্রাবি চদা প্র শিক্ষক হোসনেয়ারা বেগম পাঁচ পুকুর সপ্রাবি সহ শিক্ষক আকলিমা খানম মধ্যপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক সালাউদ্দিন রাব্বানী খাগড়াবন্দ সপ্রাবি সহ শিক্ষক লায়লা আরজুবানু গুড়গুড়ি সপ্রাবি সহ শিক্ষক ফারুক হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হোসেনপুর সপ্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল ইসলাম । ক্রীড়া প্রতিযোগিতা সফলতায় অগ্রনী ভূমিকাপালন করেন দলাইকোটা সপ্রাবি সহ শিক্ষক মোস্তাফিজুর রহমান দঃ মধ্যপাড়া সপ্রা বি সহ শিক্ষক রবিউল ইসলাম মধ্যপাড়া ২ সপ্রাবি শিক্ষক মিলন হাবিব দলাই কোঠা সবুজ সপ্রাবি প্রধান শিক্ষক মনোকুল চন্দ্র সরকার ও গেনেন্দ্রনাথ সরকার। আনিছুর রহমান জয়নাল আবেদীন হাফিজুর রহমান মরিয়ম নেছা আবু তালেব রোস্তম আলী মেহেনাজ সম্পা আনোয়ার হোসেন আতিয়ার রহমান শিক্ষক গন দিনব্যাপী প্রশংসনীয় অবদান রেখেছেন।
আলোচক গন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন। শারীরিক ও মানষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। প্রধান অতিথি তাঁর বক্তব্য এ ছাত্র ছাত্রী দের ফেসবুক ও মোবাইল ফোন আসক্তি কমাতে তাগিদ দেন। সহকারী শিক্ষা অফিসার মোয়াজ্জেম কবির তাঁর শুভেচ্ছা বক্তব্য এ সরকারের দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগীতার আয়োজন কে সাধুবাদ জানিয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।