নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে জেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) সকালে সিভিল সার্জনের কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন এর সভাপতিত্বে বক্তব্য দেন এমওসিএস ডাঃ অনিন্দিতা ঘোষ, ডাঃ সুব্রত কুমার,ডাঃ কাজল মল্লিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোল্যা ফেরকান,নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু,জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। আগামী ২০ ফেব্রয়ারি জেলা ব্যাপি ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।