ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন শীর্ষক সেমিনার

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জঃ || ৯:৪৭ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৬, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত “বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনঃ শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তাঁর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) কলেজের এন. এম. খান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার সহযোগী অধ্যাপক ড. ডি এম ফিরোজ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আ. জ ম রুহুল কাদীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা আর শিক্ষকদের উন্নয়নে বঙ্গবন্ধুর অতুলনীয় অবদান আমাদের চিরকাল তাঁর কাছে ঋণী করে রাখবে। তিনি যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন তাঁর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমরা কিছুটা হলেও তাঁর ঋণ পরিশোধ করতে পারি। শিক্ষাজগতে তিনি যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তা জানতে হবে এ প্রজন্মকে, পরের প্রজন্মকে আর সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে তাঁর শিক্ষাভাবনা ও শিক্ষাদর্শনকে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক