ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কমিউটিনিটি ক্লিনিকে সেবার মান বাড়াতে দেবীগঞ্জে অংশীজন সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি || ১২:৩৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৬, ২০২৩

কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়াতে পঞ্চগড়ের দেবীগঞ্জে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের আওতায় ওই সভার আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)। গত বুধবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা সংক্রান্ত চিহ্নিত বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তথ্য চিত্র তুলে ধরেন ডিপিএফ পঞ্চগড়ের সদস্য সচিব আকতারুন নাহার সাকী। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন অংশীজনরা। এ সময় জেলার কমিউনিটি ক্লিনিকগুলোর বিদ্যমান সমস্যাগুলো সকলের সহযোগিতায় দ্রæত সমাধানের আশ^াস দেন সংশ্লিষ্টরা। ডিপিএফ পঞ্চগড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, পৌর মেয়র আবু বকর সিদ্দীক, দেবীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম এমু, টেপ্রীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পিফোরডি প্রকল্পের রংপুর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগমসহ কমিউনিটি ক্লিনিকের সেবাদাতা ও সেবা গ্রহিতাসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক