ময়মনসিংহের ভালুকা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার নবাগত এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন। গত সোমবার (১৩ ফেব্রুয়ারি ) অপরাহ্নে এসিল্যন্ড ও ইউএনও(অতিরিক্ত) হিসেবে দায়িত্ব গ্রহন করেন ।
তাঁর যোগদান উপলক্ষে স্থানীয় বিভিন্ন মহল ফুল দিয়ে ও সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান।
তিনি ৩৬ তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ হয়ে নবাগত প্রথমে ম্যাজিস্ট্রেট হিসাবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।পরে পদোন্নতি পেয়ে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে ভালুকা উপজেলায় এসিল্যন্ড ও ইউএনও (অতিরিক্ত) হিসেবে দায়িত্ব গ্রহন করেন ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।