চাঁপাইনবাবগঞ্জে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম।
উপপরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান জানান, গতকাল সোমবার(১৩ ফেব্রæয়ারি) ২০২২-২৩ অর্থ বছরে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাঁচ উপজেলা হতে আগত উপজেলা পর্যায়ে বিজয়ী ২৫০ জন ছাত্র-ছাত্রী জেলা পর্যায়ে তিনটি গ্রুপে ৭টি বিষয় তথা ক্বিরাত, আযান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা বিষয়ে অংশগ্রহণ করে। আজ মঙ্গলবার প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্য হতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ৬০ জন বিজয়ীদের মাঝে সনদ ও বই পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *