আম ও খেজুর চাষে সফল বাউফলের নিজাম সরদার

পটুয়াখালীর বাউফলে নিজাম সরদার দুই একর জমিতে আম বাগান গড়ে দৃষ্টান্তর হয়ে উঠেছেন। উপজেলা সদর থেকে ৪ কিলোমিটিার অদূরে ছোট ডালিমায় এ আমের বাগান। বর্তমানে তার বাগানে রয়েছে ২৫০ টি আম গাছ। অন্য দিকে ৭-৮ টি আজওয়া খেজুর গাছের চারা নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন।
সরেজমিন দীর্ঘ আলাপচারিতায় জানা যায়,ঢাকায় স্টিল এর ব্যবসা বাদ দিয়ে তার নিজ এলাকায় ২০২০ সালে মাত্র কয়েকটি আম গাছের চারা নিয়ে প্রথম শুরু করেন। নওগাঁর সান্তাহার থেকে আম গাছের চারা সংগ্রহ করে তার নিকট আত্বীয়র পরামর্শ অনুসারে ধীরে ধীরে বাগানে আবাদ শুরু করেন। গতবছর থেকে বানিজ্যিক ভাবে আম বিক্রয় শুরু করেন। বর্তমানে তার বাগানে হাড়ি ভাঙ্গা, আম্রপালি, কাঁচামিঠা, তোতাপুরী, মিশ্রিদানা ইত্যাদি প্রজাতির আম গাছ রয়েছে। সেসব গাছে এখন মুকুল আর মুকুল। এছাড়ও আম বাগানের ভিতরে পুকুরে মাছ চাষ করেন। বাগানের পাশে সল্প পরিসরে সবজি ও ফলজ বৃক্ষের চাষ করতে দেখা গেছে।
আলাপকালে তিনি প্রতিনিধিকে বলেন,প্রথমে শুরুতে ব্যাপক বাধা বিপত্তি শুরু হয়। আনেকেই অনেক রকম বিদ্্রুপ মূলক কথা বলেছেন।আম চাষের সফলতা পাবার পরে সৌদি আরব থেকে নিয়ে আসা আজওয়া খেজুর থেকে বীজ সংগ্রহ করে সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তা রোপন করি এবং বীজ রোপনের পরে তা থেকে চারা বড় হওয়া শুরু হয়। প্রাথমিক ভাবে এই গাছের আবাদ শুরু করি বর্তমানে বেশ কিছু চারা নিয়ে একটি বাগান গড়ে তুলেছি, অনলাইন থেকে ভিডিও দেখে তাদের ফোন নম্বরে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুসারে বাগানে জৈব সার ও কীটনাশক ব্যবহার করেছি। তিনি আরো বলেন, আমার সফলতা দেখার পরে আনেকেই আবার উৎসহ প্রদান করে। এলাকায় অনেকই আম বাগান গড়ে তোলার জন্য উৎসাহিত হচ্ছেন। যদি কোন শিক্ষিত তরুণ বা যুবকরা কৃষি খামার করতে চায় তাহলে তারা ভালো করবেন। তরুনরা এগিয়ে এলে আগামীতে আরও বড় পরিসরে কৃষিতে ভূমিকা রাখবেন বলে মনে করেন তিনি।
বড় ডালিমার বাসিন্ধা ও স্কুল শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ বলেন, তিনি এলাকার বেকার যুবকদের আম বাগান করা জন্য উৎসাহিত করছে এবং বিভিন্ন চাষীদের সার এর নিদিষ্ট ব্যবহার,ঔষধ ব্যবহার, পোকামাকড় নিধন ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ধারনা প্রদান করে থাকেন। এবং তার আম বাগানে এলাকার বেশ কিছু বেকার লোকজনের কর্মস্থানের ব্যবস্থা করেছেন।
উপ-সহকারি কৃষি কর্মকতা মোঃ আনসার উদ্দিন বলছেন,বাউফলে মাটি আম উৎপাদনের জন্য আদর্শ।আম একটি অর্থকারী ফসল,বিশেষ করে উন্নতজাত,সেচ,রোগ-বালাই নিয়ন্তন ও পরিচর্যা করলে ভাল ফলাফল পাওয়া যাবে। নিজাম সরদারের আম বাগানের যেকোন সমস্যায় ও পরামর্শে বাউফল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহযোগিতা অব্যহত থাকবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *