শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও হামদ, নাত, কেরাত প্রতিযোগীতা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের ছাত্রী-শিক্ষকের উপস্হিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।
বার্ষিক মিলাদ ও দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী। উপস্হিত ছিলেন আলাবক্স জামে মসজিদের খতিব মো. আব্দুল মজিদ।
মিলাদ মাহফিলে উপস্হিত ছিলেন মিলাদ কমিটির আহবায়ক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জুমের আলী, সিনিয়র শিক্ষক মো. জহির আলী, সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মো. লোকমান হোসেন ও প্রধান শিক্ষক নাজমা বেগম।
এর আগে হামদ, নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ী ৩৫ ছাত্রীর মাঝে পুরস্কার বিতরন করা হয়।