মতলব উত্তরে ৮শ ইয়াবাসহ গ্রেপ্তার ১

চাঁদপুরের মতলব উত্তরে ৮শ ইয়াবা ট্যাবলেট’সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে লিটন সিকদার নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন সহ কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মোঃ রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করে মতলব উত্তর থানাধীন সাদুল্যাপুর ইউপিস্থ নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ০৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিং এর ভিতর হতে মোঃ লিটন সিকদার(৩৮)কে গ্ৰেপ্তার করা হয়।
গ্ৰেপ্তারকৃত লিটন সিকদার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আবদুল্লাহ পুর গ্ৰামের
ফিরোজ সিকদার প্রঃ ফিরোজ কসাই এর ছেলে।
তার ষ হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্ৰেপ্তার লিটন সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *