নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের নওপাড়ায় বিশ্ব ভালোবাসা দিবসে স্কুল ছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন থেকেই নওপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করতো ওই যুবক। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে প্রবেশ করছিল। এসময় বিদ্যালয় গেটের বাইরে তাকে ফুল দিতে যায় ওই বখাটে। এ সময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলেও তা নিতে পীড়াপীড়ি করতে থাকে ওই যুবক।এসময় ওই শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতা ওই যুবককে আটক করা হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায় ওই যুবককে গণপিটুনী দিয়ে তার অভিভাবককে ডেকে ওই যুবককে সোপর্দ করা হয়। ওই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
যুবকের নাম হাসান (২২)। সে একই ইউনিয়নের ইসলাবাড়ি ও করোটা সীমান্ত এলাকার আব্দুল মান্নানের ছেলে। আটকের পর ওই স্কুল ছাত্রীকে লেখা একটি চিঠিও তার কাছ থেকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী ওই মেয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ি ইসলাবাড়ি এলাকায়। স্থানীয়রা তাকে গণপিটুনী দিয়ে বড় ভাই মিলনের হাতে সোপর্দ করে।