ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুর উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৫:২৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১২, ২০২৩

নিলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়ন ও বোতলাগাড়ী ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ ফেব্রুয়ারি শান্তি সমাবেশ হয় কাশিরাম ইউনিয়নের সিপাইগঞ্জ হাটে এবং বোতলাগাড়ি ইউনিয়নের ঢেলাপীর বাজারে।
এ সময় বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ করে বক্তব্য দেন নেতারা। তারা বলেন বিএনপি জামাত মিলে আবারও আগুন সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার জন্য আন্দোলনের নামে সন্ত্রাসীমূলক কার্যকলাপের অপচেষ্টা চালাচ্ছেন। তাদের শাষনআমলে সহিংসভাবে জনগণের উপর হত্যা, গুম, নৈরাজ্য ও সন্ত্রাসের সৃষ্টি করেছিলেন এবং দেশকে জঙ্গি রাষ্ট্রে সৃষ্টি করেছিলেন। বর্তমানে আওয়ামী লীগের শাসনামলে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।।
তারা বলেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন।
এ প্রত্যাশা ব্যক্ত করে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান তারা।
শান্তি সমাবেশে বক্তব্য বলেন:সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,সহসভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন। আনায়ারুল হক সাহাজি ও মোঃ মাসুদুর রহমান লেলিন,:মোস্তফা কামাল, মোতালেব হোসেন হক, জিকো আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সবুর আলমসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন সেকেন্দার আলী। বোতলাগাড়ী ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মনিরুজ্জামান জুন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক