ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বুড়িরবাজারে দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি।। || ৫:১১ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১২, ২০২৩

দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে লালমনিরহাটের বুড়িরবাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

রোববার (১২ ফ্রেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় লালমনিরহাট-বড়বাড়ী-কুড়িগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল নিয়ে মহেন্দ্রনগর হয়ে পুনরায় বুড়ির বাজারে ফিরে আসে। পরে সেখানে রাস্তায় বাঁশ বেধে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে কয়েকশত যান বাহন আটকা পড়ে। পরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান এসে বিক্ষুব্ধ দোকান মালিকদের ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

উল্লখ্য, শনিবার (১১ফ্রেব্রুয়ারী) বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বুড়ির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সন্ধ্যায় আওয়ামীগের সমর্থকদের দোকান ঘরে বিএনপির নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি শান্ত করতে সেখনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক