নাটোরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস’র উদ্বোধন
নাটোর প্রতিনিধি || ১:০০ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১২, ২০২৩
নাটোরে জেলা পর্যায়ের আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার, পৌর সভার মেয়র উমা চৌধুরি জলি, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপিসহ ক্রীড়া সংগঠক বৃন্দ। জেলার সাতটি উপজেলা থেকে ৬৭২ জন এ্যাথলেট ৩২টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজ বিকেলে জেলা প্রশাসন, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন এবং জেলা ক্রীড়া সংস্থা সমন্বিত ভাবে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনীতে পুরষ্কার বিতরণ করা হবে।