চাঁপাইনবাবগঞ্জে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি।
রবিবার (১২ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ইইডি’র কার্যালয়ে এমপি উপস্থিত হলে নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে, নির্বাহী প্রকৌশলীর কক্ষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যার মো. আশরাফুল হক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন (রাসেল)সহ দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুর দেড়টায় দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত তড়পার ঘাটের রাস্তা পরিদর্শন করেছেন নবনির্বাচিত এমপি।
উল্লেখ্য, গত বুধবার (০১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।