পটুয়াখালীর বাউফলে দিনব্যাপী বিনামূল্যে দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে । আজ শনিবার সক্ালের দিকে উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রæপ ক্যাপ্টেন, বীর উত্তম মরহুম সামসুল আলম তালুকদারের স্মরণে এই কর্মসূচীর আয়োজন করেন তারই সন্তান বিশিষ্ট সমাজসেবক হাসীব আলম তালুকদার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাজসেবক হাসীব আলম তালুকদার দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার তিনি ওই কলেজ মিলনায়তনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেন। বরিশাল শহরের একটি খ্যাতনামা বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তত্ত¡াবধানে দিনব্যাপী কর্মসূচীতে গাইনী, মেডিসিন, হৃদরোগ, দন্ত এবং মা ও শিশু সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সহকারি অধ্যাপক আবু হাসান মিরণ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাশেদ ফেরদৌস আকাশ প্রমুখ।