ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বড়াইগ্রামে শিক্ষা সফরের বাসের চাপায় একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি || ৯:১৬ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১১, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে শিক্ষা সফরের একটি বাসের চাপায় বেলাল হোসেন (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল বড়াইগ্রাম থানার মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, বনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার সময় বেলালকে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, পাশ^বর্তী লালপুর উপজেলার চকনাজিরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষা সফরের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে এ দুর্ঘটনা ঘটলে বাসটি ঘুরে চকনাজিরপুরে এসে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের নামিয়ে দিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। রাতেই বাসটি জব্দ করে হাইওয়ে থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: