পাইকগাছায় আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি জামায়াতের দেশী বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে অগ্নিসন্ত্রাস, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসদরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পৌরসভা চত্ত¡রে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল, জেলা আ’লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান মোড়ল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হানান টিপু। পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক মশিউর রহমান, যুবনেতা গৌরাঙ্গ মন্ডল, প্রণব কুমার মন্ডল, দীপংকর মন্ডল, শেখ মাসুদুর রহমান, মিজানুর রহমান মিজান, এড. শিবু প্রসাদ সরকার, তাঁতীলীগের সভাপতি দেবব্রত রায় দেবু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর কবিতা দা, আব্দুল গপ্ফার, শেখ জুলি, নাজমা কামাল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারন সম্পাদক ফাইমিন সরদার, সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, পৌর সভাপতি আবির আক্তার আকাশ, সাধারন সম্পাদক আরিফ আহমেদ জয়। এ সময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নে পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *