ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি || ৯:২৬ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১১, ২০২৩

পঞ্চগড়ে জেলা পর্যায়ে শেখ কামাল ২য় আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ওই প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল শনিবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে দিনব্যাপী ওই প্রতিযোগিতায় জেলার ৪১৮টি স্কুল ও মাদ্রাসার ৫৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধনের আগে সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। বিকেলে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক