নড়াইলে বিএনপির ৩৮ নেতা-কর্মীর নামে মামলা,আটক ১

নড়াইলের লোহাগড়ায় আবারও নাশকতার অভিযোগে বিএনপির ৩৮ জন নেতা-কর্মীর নামে লোহাগড়া থানায় ‘গায়েবি’ মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানকে (৪০) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে লোহাগড়া থানার এস আই সৈয়দ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং -৬, তাং ১১/০২/২৩।
দায়েরকৃত মামলার বিবরনে জানা গেছে, গত শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাতে পৌরসভার ফয়েজ মোড়ের পানির ট্যাংকি এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা বে-আইনী জোটবদ্ধ হয়ে সরকার ও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এসময় তারা বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে হাবিবুর রহমান নামে এক বিএনপি নেতাকে আটক করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *