ভালুকায় নদী খনন কাজের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় (১মপর্যায়) (২য় সংশোধনী)
শীর্ষক প্রকল্পের আওতায় লাইথি নদীর ১৪.৬ কিঃ মিঃ ৫কোটি টাকা ব্যয়ে পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ী এলাকায় খনন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন,মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসেন, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু,
ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল, মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, মহিলা আওয়ামীলীগ, ভালুকা উপজেলা শাখা সভাপতি নীলিমা তাছলিম মিলি প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এডভোটেক শওকত আলী, এডভোকেট আশরাফুল হক জর্জ,ওমর হায়াত খান নঈম, রফিকুল ইসলাম পিন্টু,ওসি কামাল হোসেন, মোঃ নজরুল ইসলাম সরকার, এজাদুল হক পারুল,ইঞ্জিঃ মাসুদ পারভেজ, অনিক তালুকদার, মোঃ মেহেদী হাসান রিফাত, মোঃ খলিলুর রহমান খান (জুয়েল), মোঃ নুরে আলম সিদ্দিকী স্বপন,মোঃ হুমায়ুন মুন্সি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *