নীলফামারীতে প্রবীণদের ইএসডিওর শীতবস্ত্র বিতরণ

নীলফামারীতে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ৮ ফেব্রুয়ারী চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের হলরুমে শতাধিক অসহায় প্রবীণ ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মু:জাহাঙ্গীর আলম শাহ ফকির।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি ইএসডিও নীলফামারী জোনাল ম্যানেজার মো: লোকমান হোসাইন, সদর এরিয়া ম্যানেজার প্রফুল্ল চন্দ্র বর্মণ, ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মো: রশিদুল ইসলাম, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল মোমেন, দারোয়ানী শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ কমিটির ইউনিয়ন ও ওয়ার্ড সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান আমার এলাকার অসহায় প্রবীণদের জন্য উপহার স্বরুপ শীতবস্ত্র পাঠিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই। ইএসডিও আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে এটা প্রত্যাশা করি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *