নীলফামারীতে জেলা কৃষক লীগের উদ্যোগে হোটেল শ্রমিক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি জেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইয়াহিয়া আবিদ তার নিজস্ব তহবিল থেকে ওই কম্বল ৫শ অসহায়দের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজাহারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুহিন আনসারী, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ ফজলার রহমান, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম নুরসহ কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইয়াহিয়া আবিদ বলেন, আমরা অসহায় ছিন্নমূল দুস্থ গরীব মানুষদের খুঁজে এই শীতবস্ত্র বিতরণ করি এবং শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে।