ঘোড়াঘাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি || ৯:৫২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৯, ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারকে হীড বাংলাদেশ এনজিও এর সহায়তা প্রদান।
বৃহস্পতিবার সকাল ১০ টায় হীড বাংলাদেশ ঘোড়াঘাট শাখা অফিসের উদ্দ্যেগে উপজেলার খোদাদাদপুর (চুনিয়াপাড়া) গ্রামে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহায়তা ও পরিবারে পারিবারিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আঞ্চলিক ব্যবস্থাপক দীপক জোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ হাসিবুল ইসলাম হীড বাংলাদেশ আঞ্চলিক হিসাবরক্ষক ও মনিটরিং অফিসার গাইবান্ধা অঞ্চল। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রবিউল ইসলাম শাখা ব্যবস্থাপক হীড বাংলাদেশ ঘোড়াঘাট শাখা। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।