বৃহস্পতিবার উপজেলা পরিসদ সভা কক্ষে কাহালু উপজেলা আইসিটি কমিটি,জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রাস্ত টাস্কফোর্স,ভোক্তা অধিকার সংরক্ষণ,নিত্য প্রয়োজণীয় দ্রব্য মূল্য সংক্রান্ত ,বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন,দুযোগ ব্যবস্থাপনা কমিটি,উপজেলা কর্ণার,ইনোভেশন,ভিজিডি ও ভিজিএফ,তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে,সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনূস আলী টনি,কমিটির সদস্য সংশ্লিষ্ট সরকারী দপ্তরের অফিসার ,বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।