সৈয়দপুরে দুর্গা মন্দিরের ড্রেনেজ কাজের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে সূর্যমুখী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরের ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ ফ্রেব্রুয়ারি ওই কাজের উদ্বোধন করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন। বিশেষ অতিথি ছিলেন-নিপা রায় চৌধুরী।

এ সময় আরো উপ¯ি’ত ছিলেন, মন্দিরের জমিদাতা উমেশ চন্দ্র রায় ও কালীদাস রায়। এছাড়াও উপ¯ি’ত ছিলেন মন্দির কমিটির সভাপতি বাবু সুশান্ত রায়, সাধারণ সম্পাদক চন্দন রায়, সমাজসেবক শাকিল, একতা যুব সংঘের সভাপতি তাপস রায়, সম্পাদক নিপন রায়, সাংগঠনিক সম্পাদক রনজিৎ কুমার রায় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে প্রধান অতিথি বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন বলেন, ভালো কাজে সমাজের সকল স্তরের লোককে এগিয়ে আসা উচিত। মন্দির একটি ধর্মীয় প্রতিষ্ঠান। অর্থের অভাবে ওই প্রতিষ্ঠানের কাজ বন্ধ থাকবে এটা হয় না। মন্দির নির্মাণ কাজে সকল ধরনের সহযোগিতা থাকবে আমার পক্ষ থেকে। মন্দির কমিটির সভাপতি বাবু সুশান্ত রায় বলেন, ধর্মীয় এ প্রতিষ্ঠানটি নির্মাণ কাজে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার প্রয়োজন। প্রতিষ্ঠানটি নির্মাণ কাজে সমাজের বিত্ত্ববানদের পাশাপাশি সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *