ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে সরকারি বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ১:১৩ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৮, ২০২৩

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনু্ষ্ঠান আজ সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, নটরডেম স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ প্রশান্ত নিকোলাস ক্রুস প্রমুখ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জহির আলী।

পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার ১৭ জন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫৯ জন, খেলাধুলায় ৬০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক