ফুলবাড়ীর পল্লীতে প্রতিপক্ষের হামলায় একজন আহত
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি || ৬:৪২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৭, ২০২৩
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির মোক্তারপুর (ডাঙ্গাপাড়া) গ্রামে পূর্বের শত্রুতায় ও জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক গুরুত্বর আহত হয়েছেন।
ফুলবাড়ী থানায় গতকাল মঙ্গলবার মোঃ গোলাম হোসেন এর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গবার সকাল ৭টায় মোক্তারপুর মৌজার জেএল নং-৬৭, খতিয়ান নং-৪২৪, দাগ নং-৩৭৩ এর সোয়া ১০ শতক জমিতে একই গ্রামের মৃত আবুল খায়ের এর পুত্র মোঃ আজিজুল হক তার পয়ত্রিক সম্পত্তিতে ঘাস কাটার জন্য গেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ হাসানুর রহমান সোহাগ (৩৫), মোঃ মোকারাম হোসেন (৪৬), মোঃ দেলোয়ার হোসেরন (৪২), মোঃ মিজানুর রহমান (৩৯) উভয়ের পিতা মোঃ মতিবুল, মোছাঃ হোসনে আরা স্বামী মোঃ মতিয়ার রহমান, মোছাঃ মোরশেদা বেগম (৩২), স্বামী মোঃ মমিনুল ইসলাম, সর্ব সাং-মোক্তাপুর (ডাঙ্গাপাড়া), ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে তার জমিতে ধারলো অস্ত্র , বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে মোঃ আজিজুল হক কে বেধম মারপিট করে। এতে আজিজুল হক গুরুত্বর আহত হলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ও তার আত্মিয় স্বজন ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। তার অবস্থা গুরুত্বর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এই ঘটনায় গতকাল মঙ্গলবার গোলাম হোসেন ৭ জন কে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রফুল আলম এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে আনোয়ার গংরা প্রতিপক্ষ গোলাম হোসেন এর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করে। মামলার বাদী মোঃ গোলাম হোসেন প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন।