নড়াইলের লোহাগড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লোহাগড়া, নড়াইলের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন।
মঙ্গলবার লোহাগড়া উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন কৃষি ষ্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান (রুনু), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী,প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাতুজ্জামান।পরিদর্শন শেষে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। মেলায় ১২ টি বিভিন্ন ধরনের ষ্টল স্থান পেয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *