সুনামগঞ্জের তাহিরপুরে মোবাইল কোর্টে জরিমানা আদায়
সুনামগঞ্জ প্রতিনিধি || ৮:০৬ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৬, ২০২৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভোক্তা অধিকার আইনে তিন দোকানকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান রনি।
সোমবার সকালে সাড়ে ১১টায় তাহিরপুর সদর বাজারে এই জরিমানা করেন। জানা যায়,উপজেলা সদর বাজারে পন্যের মূল্য তালিকা না থাকায় আরমান মেশিনারীজ, মুক্তা টেলিকম ও ইসলাম টেলিকম কে প্রত্যাককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশন (ভুমি) আসাদুজ্জামান রনি জানান,আজকে সকালে বাজারে তিনটি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে সর্তক করা হয়েছে। সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি রাখলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।