ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

নড়াইলে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত

রিন্টু মুন্সী,নড়াইল প্রতিনিধি: || ৮:৪২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৬, ২০২৩

নড়াইলের লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৬ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিটু শরিফ কে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতালে ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখ’র মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে আহাদুর খাকী গ্রুপের লোকজন গফফার শেখ’র পক্ষের বাবলু ফকিরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাতœকভাবে আহত করে । পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়।
এ বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত জানান,সকালে ঘটনার পরপরই পুলিশ মোতায়ের করা হয়েছে । এলাকার পরিস্থিতি এখন শান্ত । বিশৃংখলা সৃষ্টিকারিদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: