ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে প্রাচীন কালের মূর্তি আকৃতির হাতল উদ্ধার

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৯:০১ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৬, ২০২৩

বগুড়ার কাহালুতে সোমবার দুপুরে কাহালু থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বুড়ইল গ্রামের আলমের বাড়ী হতে প্রাচীন কালের মূর্তি আকৃতির একটি পিতলের হাতল উদ্ধার করেছেন। এসময় জিজ্ঞেসাবাদের জন্য আলমের স্ত্রী শিউলি খাতুন (২৫) কে থানায় আসেন। পরে অবস্য পুলিশ তাকে ছেড়ে দেন।
জানাগেছে, শিউলি খাতুন বুড়ইল গ্রামের নয়াপুকুর স্থানে গরুর ঘাস কাটতে গিয়ে পিতলের হাতলটি পেয়ে বাড়িতে নিয়ে আসেন। সংবাদ পেয়ে পুলিশ সেটি উদ্ধার করেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে কাহালু থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ আল মামনের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি এটি পিতলের তৈরী প্রাচীন তম একটি হাতল, প্রকৃত পক্ষে এটি মূর্তি কিনা তা সঠিক করে বলতে পারছিনা। তিনি জানান,এটি আমরা থানা হেফাজতে রেখেছি, বিজ্ঞ আদালতের অনুমতি পেলে বস্তটি প্রত্নতত্ব বিভাগে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক