শহিদ এএইচএম কামরুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে রবিবার সকালে রাজশাহী’র জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামরুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করছেন তারা।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা-উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন তারা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *