‘স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও ডা. জহির উদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগার, পঞ্চগড় বিভিন্ন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা গণগ্রন্থাগারের সামনে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্টিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম এবং জেলা পরিষদ সদস্য ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী। সভায় স্বাগত বক্তব্য দেন ডা. জহির উদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোছা. হাবিবা খাতুন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #