শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে মানুষ না খেয়ে থাকবে না—এমপি বাবু

সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে ততদিন এ দেশের মানুষ ভালো থাকবে। কোন মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, উন্নত জীবন যাপন করবে। দেশের প্রতিটি মানুষের উন্নত জীবন যাপন নিশ্চিত করতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহŸান জানান। শনিবার সকালে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বাবু এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও জিএম আব্দুস সালাম কেরু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, আ’লীগ নেতা এসএম রেজাউল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, শংকর দেবনাথ, নির্মল অধিকারী, বিভ‚তি ভ‚ষণ সানা, নির্মল ঢালী, মঙ্গল মন্ডল, এসএম শাহবুদ্দীন শাহীন, যুবনেতা সায়েদ আলী কালাই, এমএম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, আব্দুল হালিম, নাজমা কামাল, টিএম হাসানুজ্জামান, ফরহাদুজ্জামান তুষার, দীপংকর মন্ডল, সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, মাজহারুল ইসলাম মিথুন। অনুষ্ঠানে ২৮জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে ১৩ লাখ ৩০ হাজার টাকার মানবিক সহায়তার চেক প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *