লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুলছাত্র নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে বয়লার মুরগীর খামার পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মোঃ শাহীন সেবকদাস এলাকার হাফিজুল ইসলাম বাচ্চার পুত্র এবল নিথক এস.এস ই.পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

স্থানীসূত্রে জানাগেছে নিহত স্কুলছাত্র শাহীন দুপুরের খাবার শেষে তাদের বাড়ী সংলগ্ন বয়লার মুরগীর খামারে কোদাল দিয়ে মেঝে পরিস্কার করছিলো।এ সময় খামার ঘরের ছাদ থেকে ঝুলে থাকা বিদুৎতের তার শাহিনের কোদালে লেগে কেটে যায় এবং কাটা তার তার গায়ে জড়িয়ে ঘঠনাস্থলেই বিদুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় শাহারআলী জানায়, নিজের কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ শুনলাম প্রতিবেশী স্কুলছাত্র শাহীন বিদুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। শাহীন শান্ত ও ভদ্র স্বভাবের ছিলো।

বিদুৎ স্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করে গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলেন,ঘটনাটি শুনেই নিহতের বাড়িতে গিয়েছিলাম।পুলিশ ওই বাড়িতে এখনো রয়েছে এবং নিয়মানুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *